Re-Union & Annual Sports Program

নোটিশ

ইউডার ছাত্র সংসদের নেতৃবৃন্দসহ সকল বিভাগের শিক্ষার্থীদের অবগতির জন্য জানাচ্ছি যে, আগামী ২০ জানুয়ারী’২০১৬ (বুধবার) ইউডা’র বার্ষিক ক্রীড়া এবং আগামী ২৯ জানুয়ারী ইউডা’র প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান’২০১৬ অনুষ্ঠিত হবে। উক্ত দ’ুটি অনুষ্ঠানের জন্য ইউডার বর্তমান শিক্ষার্থীদের জনপ্রতি ৫০০.০০ টাকা হারে জানুয়ারী মাসের বেতনের সাথে হিসাব বিভাগে জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হল।

উক্ত সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সকল অনুষদের সম্মানীত ডীন, বিভাগীয় প্রধান এবং শিক্ষার্থীদের ব্যক্তিগত টিউটরসহ ব্রাঞ্চ রেজিস্ট্রার অফিসের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি রেজিস্ট্রারদের অনুরোধ করা হল।

 

ধন্যবাদান্তে


প্রফেসর ড. ইফ্ফাত চৌধুরী
রেজিস্ট্রার, ইউডা।