ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) তে EVM সম্পর্কিত সেমিনার অনুষ্ঠিত

ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) তে EVM সম্পর্কিত সেমিনার অনুষ্ঠিত

ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) এর ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি বাংলাদেশের নির্বাচনে EVM এর ভুমিকা (The Role of EVM in Election in Bangladesh) শীর্ষক এক সেমিনার আয়োজন করে। সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের ডেপুটি সেক্রেটারি জনাব মোঃ মইন উদ্দিন খান

সেমিনারে স্বাগত বক্তব্য দেন ইউডা এর কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের এসোসিয়েট প্রফেসর মোঃ আশিক আল আজিজ। সেমিনারে আরো বক্তব্য রাখেন ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) এর প্রতিষ্ঠাতা ও বোর্ড অফ ট্রাস্টি এর প্রেসিডেন্ট প্রফেসর মুজিব খান। সেমিনারের বিদায়ী বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি এর চেয়ারম্যান প্রফেসর ডঃ স্বপন কুমার দাস

উল্লেখ্য নির্বাচন কমিশনের কোন সদস্য এর অংশগ্রহনে EVM সংক্রান্ত এরূপ সেমিনার বাংলাদেশে কোন বিশ্ববিদ্যালয়ে এই প্রথম আয়োজিত হলো । সেমিনারে Electronic Voting Machine (EVM) এর কারিগরি ও প্রযুক্তিগত বিভিন্ন বিষয়ের খুঁটিনাটি আলোচনা করা হয়। EVM এর সফটওয়্যার ও হার্ডওয়্যার কিভাবে কাজ করে, এর মাধ্যমে কিভাবে ভোট গ্রহন করা হয় এবং ভোট গ্রহনের পর কিভাবে তা নিরাপদে গননা করা হয় তা সচিত্র ভিডিও সহ সেমিনারে তুলে ধরা হয়।

বিস্তারিত

 

Share it: