বাংলা বিভাগ

বাংলা আমাদের মাতৃভাষা ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) প্রতিষ্ঠার শুরুতেই এ বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অনুমোদন নেওয়া হয়। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে ইউডার বাংলা বিভাগ ব্যতিক্রমধর্মী। এখানকার বাংলা বিভাগে বাংলা ও ইংরেজি ফাউন্ডেশন কোর্সের পাশাপাশি কম্পিউটার বিজ্ঞান, চিত্রকলা, ভাষাবিজ্ঞান, ইংরেজি সাহিত্য, দর্শন, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি প্রভৃতি বিষয়ের ওপর রয়েছে বাধ্যতামূলক ও ঐচ্ছিক কোর্স।

২০০৬-২০০৭ শিক্ষাবর্ষ থেকে বাংলা বিভাগে চালু হয়েছে চার বছর মেয়াদী (১২ সেমিস্টার, ১২৬ ক্রেডিট) বি. এ. (সম্মান) কোর্স ও দু বছর মেয়াদী (৬ সেমিস্টার, ৭৮ ক্রেডিট) এম. এ. প্রথম পর্ব (৩ সেমিস্টার, ৩৯ ক্রেডিট) ও এম. এ. শেষ পর্ব (৩ সেমিস্টার, ৩৯ ক্রেডিট) পাঠক্রম। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ এবং ইউডা কর্তৃক নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রার্থী বি. এ. সম্মান পাঠক্রমে ভর্তি হতে পারবে। তিন বছর মেয়াদী বি. এ. (পাস) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা বাংলা বিভাগে সরাসরি এম. এ. প্রথম পর্বে ভর্তি হতে পারবে এবং চার বছর মেয়াদী বি. এ. সম্মান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা সরাসরি এম. এ. শেষ পর্বে ভর্তি হতে পারবে। প্রতি সেমিস্টার চার মাস ব্যাপী। শিক্ষার্থীরা ৪৫ ঘন্টা ক্লাস করলে ৩ ক্রেডিট, ৩০ ঘন্টা ক্লাস করলে ২ ক্রেডিট এবং ১৫ ঘন্টা ক্লাস করলে এক ক্রেডিট অর্জন করবে।